Hindustan Times
Bangla

ইলন মাস্ক থেকে বিল গেটস, এই সব বিলিনিয়রদের কে কত দূর পড়াশোনা করেছেন

ইলন মাস্ক- পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ব্যাচেলর অফ সায়েন্স পাশ। 

বার্নাড আর্নল্ট, LVMH-এর CEO- ১৯৭১ সালে ফ্রান্সের সেরা ইঞ্জিনিয়ারিং স্কুল ইকোল পলিটেকনিক থেকে স্নাতক।

মার্ক জুকেরবার্জ, মেটা CEO- হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। পরে কলেজ ছেড়ে দেন।

জেফ বেজোস, অ্য়ামাজনের প্রতিষ্ঠাতা- প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। 

লরি এলিসন, ওরাকেল-এর সহ প্রতিষ্ঠাতা, CTO এবং চেয়ারম্যান- ইলিয়ন বিশ্ববিদ্যালয় থেকে কলেজ ড্রপ আউট তিনি। শিকাগো ইউনিভার্সিটিতে কিছু দিনের জন্য পড়াশোনা করেছেন।

বিল গেটস, মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা- হাভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রাক-ল মেজর হিসেবে যোগদান করেন। গণিত নিয়ে পড়াশোনা করেন। দু বছরের মধ্যে ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট তিনি।

ওয়ারেন বাফেট, বার্কশায়ার হ্যাথাওয়ের CEO-  নেব্রাস্কা ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে BSc পাশ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে  অর্থনীতিতে MSc।