Hindustan Times
Bangla

IPL ম্যাচের ডাবল সেঞ্চুরি অশ্বিনের, সেরা ১০-এ রয়েছেন কারা?

সোমবার ওয়াংখেড়েতে MI-এর বিরুদ্ধে মাঠে নেমেই ২০০ আইপিএল ম্যাচ খেলার মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রাজস্থানের অশ্বিন।

১০. অশ্বিন সব থেকে বেশি IPL ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় দশ নম্বরে রয়েছেন। তিনি ২০০-টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন।

৯.আম্বাতি রায়াড়ু ২০৪টি আইপিএল ম্যাচ খেলেছেন।

৮. রবিন উথাপ্পা ২০৫টি আইপিএল ম্যাচ খেলেছেন।

৭. সুরেশ রায়না ২০৫টি আইপিএল ম্যাচ খেলেছেন।

৬. শিখর ধাওয়ান ২২০টি আইপিএল ম্যাচ খেলেছেন।

৫. রবীন্দ্র জাদেজা ২২৯টি আইপিএল ম্যাচ খেলেছেন।

৪. বিরাট কোহলি ২৪০টি আইপিএল ম্যাচ খেলেছেন।

৩. দীনেশ কার্তিক ২৪৫টি আইপিএল ম্যাচ খেলেছেন।

২. রোহিত শর্মা এখনও পর্যন্ত ২৪৬টি আইপিএল ম্যাচ খেলেছেন।

১. সব থেকে বেশি ২৫৩টি আইপিএল ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি।