Hindustan Times
Bangla

ধরমশালায় মাঠে নামলেই টেস্টের 'সেঞ্চুরি' অশ্বিনের, ভারতের হয়ে ১০০ টেস্ট খেলেছেন কারা?

ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের ৫ম ম্যাচে মাঠে নামলেই ১৪তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলবেন অশ্বিন। তিনি দাঁড়িয়ে ৯৯-এ।

১. সচিন তেন্ডুলকর খেলছেন ২০০টি টেস্ট।

২. রাহুল দ্রাবিড় খেলেছেন ১৬৩টি টেস্ট।

৩. ভিভিএস লক্ষ্মণ খেলেছেন ১৩৪টি টেস্ট।

৪. অনিল কুম্বলে খেলছেন ১৩২টি টেস্ট।

৫. কপিল দেব খেলেছেন ১৩১টি টেস্ট।

৬. সুনীল গাভাসকর খেলেছেন ১২৫টি টেস্ট।

৭. দিলীপ বেঙ্গসরকর খেলেছেন ১১৬টি টেস্ট।

৮. সৌরভ গঙ্গোপাধ্যায় খলছেন ১১৩টি টেস্ট।

৯. বিরাট কোহলি খেলেছেন ১১৩টি টেস্ট।

১০. ইশান্ত শর্মা খেলেছেন ১০৫টি টেস্ট।

১১. হরভজন সিং খেলেছেন ১০৩টি টেস্ট।

১২. চেতেশ্বর পূজারা খেলেছেন ১০৩টি টেস্ট।

১৩. বীরেন্দ্র সেহওয়াগ খেলেছেন ১০৩টি টেস্ট।