By Subhasmita Kanji
Published 31 Jul, 2023

Hindustan Times
Bangla

শার্ট প্যান্টে রেট্রো লুকে নজর কাড়লেন রাইমা

৪৪ বছর বয়স হলেও সেটা বুঝতেই দেন কই? তাঁর স্টাইল থেকে ফ্যাশন, লুক সবেতেই বারবার হিল্লোল তোলেন ভক্তদের বুকে। 

কিছুদিন আগে মনোকিনিতে ধরা দিয়েছিলেন তিনি। সেই সাজের মতো তাঁর এই রেট্রো সাজ আবার ভাইরাল হল। 

এক ঝলক দেখে মনে হবে বুঝি সুচিত্রা সেন। পরমুহুর্তেই ভুল ভাঙাবেন মহানায়িকার নাতনি। 

সাদা শার্ট এবং কালো প্যান্টের সঙ্গে স্মার্ট একটি খোঁপা এবং হালকা মেকআপই যথেষ্ট ভক্তদের মনে আলোড়ন ফেলার জন্য।

দিদিমা-মায়ের মতোই বারবার সাহসী পোশাকে ধরা দিতে দেখা যায় রাইমাকে। এবার একটু অন্য ভাবে বোল্ড লুকে ধরা দিলেন তিনি। 

প্রসঙ্গত আগামীতে অভিনেত্রীকে হাওয়া বদল ২ ছবিতে দেখা যাবে। সদ্যই সেই ছবির শুভ মহরত হল। 

তাঁর সঙ্গে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। বন্ধুত্ব এবং তার নানা সমস্যার গল্প বলবে এই ছবি।