Hindustan Times
Bangla

রাখি পূর্ণিমা উপলক্ষে মেহেন্দি পরার ইচ্ছে আছে? তাহলে কিছু ট্রেন্ডি মেহেন্দি ডিজাইন দেখুন। 

ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্ক উদযাপন করার আরও একটি বিশেষ দিন হল এই রাখি। 

রাখি উপলক্ষ্যে মেয়েরা হাজার রকম প্রস্তুতি করে। সাজগোজ করে। 

অনেকেই এই বিশেষ দিন উপলক্ষ্যে হাতে মেহেন্দি করেন। আপনিও কি এবার মেহেন্দি করার কথা ভাবছেন? তাহলে কিছু ট্রেন্ডি ডিজাইন দেখুন। 

হাতে মেহেন্দিতে ভাই বোনের মিষ্টি ছবি আঁকতে পারেন বা কার্টুন জাতীয় কিছু। এটা বেশ ইউনিক হবে। 

ভাই শব্দটি মেহেন্দিতে রাখতে পারেন। বা ভাইয়ের নাম মেহেন্দিতে লিখতে পারেন। 

সিম্পল ডিজাইনের কোনও মেহেন্দি পরতে পারেন। ধরুন লাইন লাইন করে সিম্পল কিছু আঁকলেন।

ভাই বোনকে রাখি পরাচ্ছে এমন ছবি সহ হ্যাপি রাখি বলে লিখতেও পারেন হাতে। 

ভাইয়ের হাতে রাখি আর বোন সেটা বাঁধছে তেমন ভাবে দুজনের হাত মেহেন্দিতে আঁকতে পারেন। 

দুজনের খুনসুটি ভরা মুহূর্ত হাতে আঁকতে পারেন।