By Priyanka Bose
Published 30 Aug, 2023

Hindustan Times
Bangla

রাশি মেনে রাখির উপহার দিন বোনকে, কোন উপহার তাঁর জন্য উপযুক্ত

জ্যোতিষশাস্ত্র রাশিচক্রের উপর ভিত্তি করে রাখি বন্ধনের দিন বোনেদের দিতে পারেন এই উপহার-

মেষ- বোনের রাশি মেষ হলে তাঁকে লাল রঙের কোনও বস্তু, কাপড় বা ইলেকট্রনিক গ্যাজেট উপহার দিতে পারেন।

বৃষ-  এই রাশির অধীনে জন্ম নেওয়া বোনদের জন্য আদর্শ উপহার রূপালি বা সাদা রঙের কিছু। সিল্কের শাড়ি বা মার্বেলের শো-পিস দিতে পারেন।

মিথুন- সবুজ রঙের বস্ত্র বা এই রঙের অন্য কোনও উপহার দেওয়া উচিত মিথুন রাশির বোনেদের।

কর্কট- বোনের রাশি কর্কট হলে, তাঁকে সাদা রঙের ধাবমান ঘোড়ার ছবি বা সাদা রঙের বস্তু অথবা রুপো গয়না উপহার দিতে পারেন।

সিংহ- জাফরান রঙের বস্ত্র, সোনার গয়না ইত্যাদি উপহার দেওয়া যেতে পারে সিংহ রাশির বোনকে।

কন্যা- এই রাশি অনুযায়ী বোনকে সবুজ রঙের কাপড় উপহার দিন। এ ছাড়াও সবুজ রঙের অন্যান্য উপহার দিতে পারেন। 

তুলা- বোনের রাশি তুলা হলে তাঁকে সাদা, গোলাপী বস্ত্র, পারফিউম, মুক্তোর গয়না উপহার দিতে পারেন।

বৃশ্চিক- এই রাশির বোনকে লাল রঙের বস্ত্র বা অন্য কোনও বস্তু উপহারে দিন।

ধনু- হলুদ রঙের কাপড় বা এই রঙেরই অন্য কোনও উপহার দিতে পারেন ধনু রাশির বোনকে।

মকর- বোনের রাশি মকর হলে তাঁকে কালো রঙের বস্ত্র উপহার দিতে পারেন।

কুম্ভ- এই রাশির বোনকে নীল রঙের বস্তু উপহার দিতে পারেন।

মীন- হলুদ রঙের উপহার কোনও বস্ত্র বা বস্তু উপহার দিন মীন রাশির বোনকে।