Hindustan Times
Bangla

T20-তে সব থেকে বেশি উইকেট, এক নম্বরে রশিদ, সেরা পাঁচে রয়েছেন আর কারা?

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে T20-তে সব থেকে বেশি উইকেট নেওয়া ৫ বোলারের তালিকায় চোখ রাখুন।

১. আফগান স্পিনার রশিদ খান টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি ৬৩৩টি উইকেট নিয়েছেন।

২. ক্যারিবিয়ান অল-রাউন্ডার ডোয়েন ব্র্যাভো টি-২০ ক্রিকেটে ৬৩১টি উইকেট নিয়েছেন।

৩. ওয়েস্ট ইন্ডিজের স্পিনার অল-রাউন্ডার সুনীল নারিন টি-২০ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ৫৭৪টি উইকেট নিয়েছেন।

৪. প্রোটিয়া স্পিনার ইমরান তাহির টি-২০ ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ৫৩১টি উইকেট নিয়েছেন।

৫. বাংলাদেশের অল-রাউন্ডার শাকিব আল হাসান টি-২০ ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ ৪৯২টি উইকেট সংগ্রহ করেছেন।

এসএ-২০ ২০২৫-এর প্রথম কোয়ালিফায়ারে মাঠে নেমে ব্র্যাভোর রেকর্ড ভেঙে দেন রশিদ খান।