Hindustan Times
Bangla

বল হাতে জ্বলে উঠলেন রশিদ খান। একাই শিকার করলেন জিম্বাবোয়ের ছয় উইকেট

এই মুহূর্তে ম্যাচ জিততে হলে জিম্বাবোয়ের দরকার ৭৩ রান। এই মুহূর্তে তাদের হাতে রয়েছে ২ উইকেট। 

এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে মুজারবাইজান ২৯ ওভারে ৯৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলন।

এছাড়াও নাগারভা ৭৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। একটি উইকেট নিয়েছেন সিকন্দর রাজা। 

দ্বিতীয় ইনিংসে রহমত শাহ ২৭৫ বলে ১৩৯ রান করেছিলেন। 

এদিকে বল হাতে ২৬ ওভারে ৬৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন রশিদ খান। 

ক্রেগ আরভাইন এখনও হাল ছাড়েননি। লড়াই চালাচ্ছেন। ৫৩ রানে অপরাজিত রয়েছেন তিনি।

চতুর্থ দিনের শেষে জিম্বাবোয়ে আট উইকেটের বিনিময়ে ২০৫ রান তুলেছে। 

ক্রেগ আরভাইন ৫৩ রান করে অপরাজিত রয়েছেন। এই সময়ে তিনি চারটি চার ও একটি ছক্কা মেরেছেন।