Hindustan Times
Bangla

বাড়িতে নেচে বেড়াচ্ছে ইঁদুর? তাড়িয়ে ফেলুন এই ঘরোয়া উপায়ে  

রাতে বাড়ির আলো নিভলেই কি ঝমাঝম বাসন পড়ছে? এদিক ওদিক আওয়াজ শুনতে পাচ্ছেন? এছাড়াও জামা কাপড়ের ফুটো, ছেঁড়া দেখে কি সন্দেহ হচ্ছে? তাহলে তা ইঁদুরের কীর্তি ধরাই যায়।

অনেক সময়ই নানান ফাঁক ফোঁকড় দিয়ে বাড়িতে ঢুকে যায় ইঁদুর। এছাড়াও বন্ধ বাড়ি পেলে ইঁদুরের নাচন-কোদন শেষ হয় না! ইঁদুর থেকে রোগ ছড়ানোর ভয় তো থাকেই, সঙ্গে জিনিসও নষ্ট হয়।

আর এই প্রাণীকে ঘর থেকে শত হস্ত দূরে রাখতে হলে, করতে হবে খুব সহজ কিছু কাজ। একনজরে দেখে নিন, ইঁদুর তাড়ানোর সহজ উপায়।

একটি বোতলে পেঁয়াজ ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে সব জায়গায় ছিটিয়ে দিন। ইঁদুরের সঙ্গে পোকাও মরবে। 

রান্না ঘরে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে রেখে দিন। এর গন্ধ ইঁদুরের নাকে ঢুকলে, তাকে নাকানি চোবানি খেতে হবে!

সামান্য লবঙ্গ থেঁতো করে তা ঘরের নালিগুলির মুখে কাপড়ে বেঁধে রেখে দিন। ইঁদুর পালাবে!

ঘরের নালির মুখে রাতে সামান্য শুকনো লঙ্কা থেঁতো করে বা এমনিও রেখে দিতে পারেন। ইঁদুর ঢোকার সম্ভাবনা তাতে কমতে পারে।

বাড়িতে পুদিনা পাতার গাছ থাকলে, তার কিছু অংশ নিয়ে রেখে দিন ঘরের জানলার কাছে। ইঁদুর এই গন্ধ সহ্য করতে পারে না বলে মনে করা হয়।