By Subhasmita Kanji
Published 16 Feb, 2024
Hindustan Times
Bangla
বরাবরের মতো এবারও রথিজিৎ ভট্টাচার্যর বাড়িতে আয়োজিত হয়েছিল সরস্বতী পুজো। ধুমধাম করে বাগদেবীর আরাধনা হয় সেখানে।
আর তাঁর বাড়ির এই পুজোই যেন সারেগামাপার রিইউনিয়ন হয়ে উঠেছিল।
তাঁকে এদিন তাঁর শিষ্যদের সঙ্গে ছবি তুলে পোস্ট করতে দেখা যায়।
এসেছিলেন অঙ্কিতা ভট্টাচার্য।
দেখা মেলে রক্তিন চৌধুরীর।
এসেছিলে জ্যোতি শর্মারাও।
এসেছিলেন অ্যালবার্ট কাবো।
বুলেটকেও এদিন রথিজিতের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়।
ছাত্রদের সঙ্গে নিয়ে গানের আসর জমান এদিন গায়ক।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন।