বান্ধবীর স্বামীকে বিয়ে করে সংসার পেতেছেন এই ৫ অভিনেত্রী
বলিউডে ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেত্রীই আছেন যাঁরা নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত। তবে ব্যক্তিগত জীবন নিয়েও তাঁরা নানা কারণে লাইমলাইটে।
ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রীই বিয়ে করেছেন নিজের বান্ধবী বা সেরা বান্ধবীর স্বামীকে।
কারা কারা দেখুন-
অভিনেত্রী অমৃতা আরোরা তাঁর সেরা বান্ধবী নিশা রানার স্বামী ব্যবসায়ী শাকিল লাদাককে বিয়ে করেছেন।
শোনা যায়, বান্ধবী নাতাশা এবং অনিল থাদানির সম্পর্কের মাঝে একসময় তৃতীয় ব্যক্তি হয়ে ওঠেন রবিনা। যে কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায় এবং অনিলকে বিয়ে করেন রবিনা।
এক সময় শ্রীদেবী এবং মোনা সুরি ভালো বান্ধবী ছিলেন। শ্রীদেবীর জন্যই মোনাকে ডিভোর্স দেন বনি। এরপরই বান্ধবীর বরকে বিয়ে করেন 'চাঁদনি' নায়িকা।
সেরা বান্ধবীর প্রাক্তন স্বামী ব্যবসায়ী সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেছেন হনসিকা মোতওয়ানি।
হিমেশ রেশমিয়ার দ্বিতীয় স্ত্রী সোনিয়া কাপুর। গায়কের প্রথম স্ত্রী কোমলের সেরা বান্ধবী ছিলেন সোনিয়া। তাঁর মাধ্যমেই হিমেশের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার।