By Priyanka Bose
Published 30 May, 2023

Hindustan Times
Bangla

ম্যাচ শেষে বরের পায়ে হাত দিয়ে প্রণাম! রবীন্দ্র আর রিভাবাকে নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায়

আইপিএল চ্যাম্পিয়ন,পঞ্চম বার খেতাব জয়ের রেকর্ড গড়ল সিএসকে।

 হলুদ বাহিনীর জেতার জন্য শেষ দুই বলে প্রয়োজন ছিল ১০ রান। একটি বলে ছক্কা এবং ওভারের শেষ বলে বাউন্ডারির মেরে ম্যাচ জেতান জাদেজা। 

ম্যাচ দেখতে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। এ দিন শাড়ি পরে মাঠে হাজির হন তিনি।

গোটা ম্যাচে সিএসকে এবং জাদেজার হয়ে গ্যালারি থেকে উৎসাহ দেন রিভাবা।

ম্যাচ জয়ের পরই মেয়েকে নিয়ে মাঠে ছুটে আসেন রিভাবা। প্রথমে জাদেদার পায়ে হাত দিয়ে প্রণাম তারপর জড়িয়ে ধরেন স্বামীকে।

জাদেদার পায়ে স্পর্শ করে প্রণাম করে তারপর রিভাবার তাঁকে জড়িয়ে ধরার মুহূর্ত হু হু করে ভাইরাল হয় নেটদুনিয়ার পাতায় 

জয়ের পর আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি জাদেজাও। সোজা তিনি স্ত্রী রিভাবাকে জড়িয়ে ধরেন। 

জাদেজার স্ত্রী রিভাবা বিজেপি বিধায়ক। গুজরাটের জামনগর উত্তর বিধানসভা আসনের বিধায়ক।

২০১৬ সালের ১৭ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন জাদেজা এবং রিভাবা। তাঁদের এক কন্যা সন্তান রয়েছে।