By Soumick Majumdar
Published Jan 10, 2023

Hindustan Times
Bangla

এই তিনটিই দেশের 'সবচেয়ে ভরসাযোগ্য' ব্যাঙ্ক, বলছে RBI 

RBI-এর জানিয়েছে, এই ব্যাঙ্কগুলিই ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ও সুরক্ষিত।

এর মধ্যে ২টি বেসরকারি ব্যাঙ্ক এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উল্লেখ করা হয়েছে।

দেশের আর্থিক ব্যবস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

এরপরেই গুরুত্বপূর্ণ বেসরকারি ব্যাঙ্ক হিসাবে ICICI ব্যাঙ্কের উল্লেখ করেছে RBI।

এর পাশাপাশি HDFC ব্যাঙ্কেরও উল্লেখ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

এই ব্যাঙ্কগুলিকে 'D-SIB' বলছে RBI। এর সম্পূর্ণ অর্থ -'ডোমেস্টিক সিস্টেম্যাটিকালি ইমপরট্যান্ট ব্যাঙ্ক'।

আরও ওয়েব স্টোরিজের জন্য