By Sanket Dhar
Published 23 May, 2023
Hindustan Times
Bangla
প্রেমিকের মধ্যে ৫ গুণ খোঁজে মেয়েরা, জেনে নিলে আর চিন্তা নেই
প্রেমিকের গুণে মুগ্ধ হলে তবেই তাকে জীবনসঙ্গী করে মেয়েরা। জেনে নিন কোন কোন গুণ দেখতে চায় মেয়েরা।
হাসিখুশি: মুখে হাসি থাকবে এমনটাই অনেকে পছন্দ করে। এতে কুল ইমেজটাও ফুটে ওঠে।
মেপে কথা বলা: ছেলেদের মেপে কথা বলা অনেকেরই পছন্দ।
সাহসী: সমস্যা তো আসবেই। কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারছে কি প্রেমিক? সেটাই দেখে অনেকে।
সম্মান দেওয়া: প্রেমিকাকে সম্মান দেবে, এমন ছেলেকেই খোঁজে সব মেয়েরা।
উপস্থিত বুদ্ধি: উপস্থিত বুদ্ধির পরিচয় দিতে পারলে প্রেমিকার মন জয় করতে বেশি সময় লাগে না।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন