Hindustan Times
Bangla

চাল ধোওয়া জল ফেলে না দিয়ে মুখে মাখুন! বিনা খরচেই মুখে আসবে হাজার ওয়াটের জেল্লা

চাল ধোওয়া জলকে আমরা অনেকেই অকেজো ভেবে ফেলে দেই। তবে ত্বক সম্পর্কিত অনেক সমস্যার সমাধান করতে পারে এই জল। 

রাইস ওয়াটারে থাকে ভিটামিন বি এবং ই। ইনোসিটল, নানাবিধ অ্যামাইনো অ্যাসিড, খনিজ উপাদান, ন্টি অক্সিডেন্ট পাওয়া যায়।

রাইস ওয়াটার টোনার: প্রথমে ২-৩ চামচ চাল ১-২ বার ভালো করে ধুয়ে নিন। যাতে চালের গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়। এবার ১ কাপ জল নিয়ে তাতে চাল ভিজিয়ে রাখুন মিনিট ২০। পরিষ্কার চামচ দিয়ে মাঝে মাঝে নেড়ে নেবেন। এবার স্প্রে বোতলে ভরে নিয়ে টোনার হিসেবে ব্যবহার করুন। 

রাইস ওয়াটার মাস্ক: চালের গুঁড়োর সঙ্গে চালের টোনার মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। ২০-২৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিন। তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিলেই হবে। 

ব্রণের জন্য রাইস ওয়াটার: আপনার ত্বক তৈলাক্ত এবং ব্রণ প্রবণ হয় তবে রাইস ওয়াটার টোনার আপনার বিশেষভাবে কাজে আসবে। চালের জলে থাকা স্টার্চ রোমকূপ থেকে ময়লা এবং সিবাম পরিষ্কার করে, যা ব্রণ হওয়া আটকায়।

ট্যান তুলতে রাইস ওয়াটার: চালের জলে একটি পরিষ্কার কাপড় বা তুলার প্যাড ভিজিয়ে রাখুন। এবার তা মুখের উপর বিছিয়ে নিন। মিনিট ১০ রেখে মুখ ধুয়ে ফেলুন। 

মুখের কালো দাগ: চাল ধোওয়া জল আপনার মুখে থাকা কালো দাগও পরিষ্কার করে ধীরে ধীরে। তবে সেক্ষেত্রে আপনাকে একটানা তা ব্যবহার করে যেতে হবে।