Hindustan Times
Bangla

কখন সেক্স করলে আসবে বাচ্চা? জানুন  ওভুলেশনের সময় ও লক্ষণ

ওভুলেশনই হল গর্ভধারণ সংক্রান্ত সমস্ত সমস্যার উত্তর। ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণকে ওভুলেশন বলে। ওভুলেশনের প্রক্রিয়া প্রতি মাসের নির্দিষ্ট সময়ে হয়ে থাকে। 

মনে রাখতে হবে, এই সময়ের মধ্যে মহিলার শরীর থেকে নির্গত ডিমগুলি পুরুষের বীর্যের সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রস্তুত হয়। আর তাই এই সময়ে সহবাস করলে সহজেই গর্ভধারণ করা সম্ভব। 

একেক জন মহিলার একেক সময়ে ওভুলেশন ঘটে। ২৮ দিনের মাসিক চক্রে ১৪-১৬ দিনের কাছাকাছি ডিম্বানু নিসৃত হয়। তবে সব নারীর মাসিক চক্র ২৮ দিনের হয় না। তা ২৬ থেকে ৩২ দিনের অবধি হতে পারে। 

মনে রাখতে হবে, ওভুলেশন হয় একজন নারীর পিরিয়ডস শেষ হওয়ার ১০ থেকে ১৯ তম দিনে। পরবর্তী মাসিকের প্রায় ১২ থেকে ১৬ দিন আগে। 

ডিম্বাশয় থেকে বের হওয়ার পর ডিম শরীরে ২৪ থেকে ৩৬ ঘণ্টা পর্যন্ত থাকে। তাই পিরিয়ডস শেষ হওয়ার ১০ নম্বর দিন থেকে রোজ অথবা একদিন ছাড়া সহবাসের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা ২০তম দিন পর্যন্ত।

চলুন জেনে নেওয়া যাক ওভুলেশনের কিছু লক্ষণ-

এই সময়ে হওয়া হোয়াইট ডিসচার্জ একটু ঘন হয়। 

কিছু মহিলার ওভুলেশনের সময় তলপেটে হালকা ব্যথা হয় যা কয়েক মিনিট বা এমনকী কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। 

বাজারে পাওয়া যাওয়া ওভুলেশন কিট দিয়েও আপনি দেখে নিতে পারেন, আপনার ডিম্বানু নিঃসরণ শুরু হয়েছে কি না।