By
Published 13 Jun, 2023

Hindustan Times
Bangla

গত মাসেই মুক্তি পেয়েছে ফাটাফাটি। প্লাস সাইজ মডেলের চরিত্রে এখানে অভিনয় করেছেন ঋতাভরী। 

সেই ছবির সাফল্যে এখন ডগমগ তিনি। তার মধ্যেই করছেন একাধিক ফটোশুট।

সদ্যই তিনি গোলাপি রঙের ফারের জ্যাকেট পরে একটি শুট করেছেন। হ্যাঁ, এই ভরা গরমেও তাঁকে ফারের জ্যাকেটে দেখা গেল।

চোখের নিচে নীলচে কাজল, ক্যাটস আই লেন্স, গোলাপি লিপস্টিক, হালকা মেকআপে এমনই নজর কেড়েছেন তিনি। 

সঙ্গে তাঁর খোলা চুল বাড়িয়েছে ছবির সৌন্দর্য। 

এই ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'বার্বিকোর।' 

ভক্তদের থেকে এই 'বার্বি' লুকের জন্য যেমন প্রশংসা পেয়েছেন, তেমন কেউ কেউ কটাক্ষ করেছেন তাঁকে। 

কেউ লেখেন 'বার্বির মতোই লাগছে'। তো কেউ আবার বলেন 'গরমে মাথাটা গেল নাকি?'