By
Published 20 Jun, 2023

Hindustan Times
Bangla

ফের হট এবং বোল্ড লুকে ধরা দিলেন ঋতাভরী। 

এলোমেলো বিছানায় কেবল অন্তর্বাস পরে এবং গায়ে চাদর জড়িয়ে ধরা দিলেন ক্যামেরায়। 

খোলা চুল এবং লাল লিপস্টিকে বাড়ালেন উষ্ণতার মাত্রা। 

বিছানায় বসেই বিভিন্ন পোজে ছবি তুললেন ফাটাফাটি নায়িকা। 

যদিও এটাই নয়, কিছুদিন আগেই তিনি কালো অন্তর্বাস পরে সুইমিং পুলে জলপরী রূপে ধরা দেন। 

অভিনেত্রীর রূপের আগুন এবং বোল্ড লুকে ইনস্টাগ্রামের পারদ যে বেশ অনেকটাই চড়েছে সেটা স্পষ্ট। 

কমেন্ট সেকশন উপচে পড়েছে ভক্তদের কমেন্টে। প্রসঙ্গত বর্তমানে বিদেশে রয়েছেন তিনি।