Hindustan Times
Bangla

ফাটাফাটির পরেই যেন ঋতাভরীর জীবনের প্রেমের ছোঁয়া লেগেছে। অভিনেত্রীর ইনস্টাগ্রামে চোখ রাখলেই অন্তত তেমনটাই মনে হচ্ছে। 

লাল বেনারসি পরে নতুন ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। 

কোলে রাখা ঝুড়িতে ভর্তি ফুলের মালা তাঁর। 

এলো চুল, ছোট্ট টিপ, সোনার গয়না, হালকা সাজে যেন কারও জন্য একাকিনী হয়ে অপেক্ষায় আছেন তিনি। 

মিষ্টি মধুর হেসে পোজ দিতেও দেখা যায় তাঁকে। তবে কি দিদির পর এবার তিনি বিয়ের পিঁড়িতে বসতে চললেন? 

না, এটা ফটোশুট। এই নতুন ফটোশুটের ছবিগুলো পোস্ট রবি ঠাকুরের গানের লাইন রাখলেন ক্যাপশন হিসেবে।