By Priyanka Bose
Published 28 Jan, 2024

Hindustan Times
Bangla

অবসরের ভাবনা থেকে চ্যাম্পিয়ান, বোপান্নার স্ত্রী ছিলেন পাশে পাশে,কীভাবে সুপ্রিয়ার প্রেমে পড়েন টেনিস তারকা

৪৩ বছর ১১ মাস বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন টেনিস তারকা রোহন বোপান্না।   সব থেকে বয়স্ক খেলোয়াড় হিসাবে পুরুষদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন বোপান্না।

চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজের সঙ্গী এবডেন ও তাঁর পুরো কোচিং দলকে ধন্যবাদ জানিয়েছেন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেন জিতে আর বয়সকে বয়স হিসাবে দেখছেন না, বরং বয়স যেন একটা ধাপ তাঁর কাছে। 

ফাইনালে গ্যালারিতে উপস্থিত ছিলেন বোপান্নার স্ত্রী সুপ্রিয়া, কন্যা ত্রিধা এবং শ্বশুর-শাশুড়ি। রোহন বোপান্নার লড়াইয়ে সবথেকে বড় সঙ্গী চিলেন তাঁর স্ত্রী সুপ্রিয়া আন্নাইয়া।

চেনেন বোপান্নার লেডি লাককে? তাঁদের পরিচয় হয় এক রেস্তোরাঁ থেকে। সেখান থেকে তাদের প্রেম শুরু। ২০১২ সালের ২৫ নভেম্বর কর্নাটকের কুর্গে সুপ্রিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রোহন।

এক অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন বোপান্নার ও সুপ্রিয়া। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। নাম ত্রিধা বোপান্না।

পেশায় একজন  মনস্তত্ত্ববিদ, মিডিয়া কর্মী এবং রোহন বোপান্না টেনিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ডিরেক্টর সুপ্রিয়া।

২০১৯ সালে কেরিয়ারের খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বোপান্না। সেই সময় তিনি অবসরের কথাও ভেবেছিলেন। 

সেই সময় স্ত্রী সুপ্রিয়া তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। বোপান্নার ৪৩ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তাঁর স্ত্রীর মানসিক সমর্থন। সুপ্রিয়া মনস্তত্ত্ববিদ হওয়ায় তিনি রোহন বোপান্নার পাশে দাঁড়ান।