By Sanket Dhar
Published Feb 7, 2023

Hindustan Times
Bangla

গোলাপের দিনে জানুন গোলাপ চায়ের ৫ উপকারিতা

৭ ফেব্রুয়ারি রোজ ডে। প্রিয়জনকে এই দিন গোলাপ দিয়ে ভালোবাসা জানানোর দিন।

শুধু ভালোবাসার প্রতীক নয় গোলাপ, শরীরের নানা রোগও কমে গোলাপের গুণে।

গোলাপের অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শারীরিক প্রদাহ কমায়।

গোলাপের চা শরীরের জন্য বেশ উপকারী।

 মানসিক চাপ কমায় গোলাপের চা। দিনে দুবার এই চা পান করুন।

বদহজম হলে তা নিমেষে কমিয়ে দেয় গোলাপের চা।

ঋতুস্রাবে তলপেটে প্রচন্ড ব্যথা হয়। গোলাপের চা সেই ব্যথা কমিয়ে দেয়।

সুন্দর ত্বক পেতেও সাহায্য করে এই চা। ভিতর থেকে ত্বককে পুষ্টি জোগায় গোলাপের নির্যাস।

আরও ওয়েব স্টোরিজের জন্য