Hindustan Times
Bangla

রসগোল্লাকে সংস্কৃতে কী বলা হয়?

সংস্কৃত প্রাচীনতম ভাষাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়।

সংস্কৃত ভাষা থেকেও অনেক ভাষার আসন উৎপত্তি।

তবে সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃত ভাষা আর কথ্য ভাষা নেই।

আপনারা সবাই নিশ্চয়ই কোনও না কোনও সময় রসগোল্লা খেয়েছেন।

হিন্দিতে রসগোল্লাকে বলা হয় রসগুল্লা।

সংস্কৃত ভাষায় রসগোল্লাকে 'রসগোলকম' বলা হয়। এই নাম সত্যিই আকর্ষণীয়।

রসগোল্লা যদিও খুব সুস্বাদু, তবে এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া ক্ষতিকারক হতে পারে।