By Tulika Samadder
Published 16 Jan, 2025
Hindustan Times
Bangla
গলায় রজনীগন্ধার মালা, কোলে বাচ্চা নিয়ে আইবুড়ো ভাত রুবেল-শ্বেতার! কে এটা?
১৯ জানুয়ারি বিয়ে করছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। আপাতত চলছে জমিয়ে আইবুড়ো ভাত খাওয়ার পালা।
এবার টলিউডের এই হবু দম্পতিকে আইবুড়ো ভাত খাওয়ালেন তাঁর জেঠি ও দিদি-জামাইবাবু।
বেশ টুইনিং করেছিলেন দুজন কালো রঙের। গোটা পরিবারের সঙ্গে বেশ কিছু ছবি দেন অভিনেত্রী।
তবে এই পোস্টে বিশেষ করে নজর কাড়ল এই খুদে, যাকে খুব আদর খেতে দেখা গেল শ্বেতার কাছ থেকে।
এই খুদের নাম টিম। অন্তত শ্বেতা তো তাই নামেই ডাকেন। সোশ্যাল মিডিয়াতে এই খুদের সঙ্গে হামেশা ফোটোও দেন।
শ্বেতার জ্যাঠতুতো দিদির মেয়ে হল টিপ। মানি শ্বেতার নয়নের মণি। রুবেলেরও আদরের পাত্র সে।
যমুনা ঢাকি সিরিয়ালে কাজ করার সময় একে-অপরের প্রেমে পড়েন রুবেল ও শ্বেতা।
বৈদিক মতে চার হাত এক হবে রবিবার। বিবাহের অনুষ্ঠান হচ্ছে দমদমে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন