Hindustan Times
Bangla

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ১০৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম টেস্টে প্রোটিয়ারা জিতেছিল ২৩৩ রানে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকার।

৩৪৮ রানের লক্ষ্য তাড়া করার সময় ৫ উইকেটে ২১৯ রান ছিল।

২১৯ রান থেকে ২৩৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। মানে ১৯ রানে হারায় ৫ উইকেট।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে তেম্বা বাভুমার দল।

সিরিজের দ্বিতীয়ম্যাচের সেরা হয়েছেন ড্যান প্যাটারসন।

সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের ক্যাপ্টেন তেম্বা বাভুমা।