Hindustan Times
Bangla

মুক্তি পেয়েছে 'টাইগার ৩', জানেন সলমনের সর্বোচ্চ আয়কারী সিনেমা কোনগুলি

সলমন খানের অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমা 'বজরঙ্গি ভাইজান'। বিশ্বব্যাপী ৯৬৯ কোটি, ভারতীয় বক্স অফিসে ৩২০ কোটি টাকা আয় করেছে এই ছবি।

সলমন খানের 'সুলতান' বিশ্বব্যাপী ৬১০ কোটি এবং ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটি টাকা কালেকশন করেছে।

'টাইগার জিন্দা হ্যায়' ভারতে বক্স অফিসে ৩৩৯ কোটি এবং বিশ্বব্যাপী ৫৬২ কোটি টাকা আয় করেছে।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত 'প্রেম রতন ধন পায়ো' বলিউডে দ্বিতীয় সর্বোচ্চ আয়করী সিনেমা। বিশ্বব্যাপী ৪৩২ কোটি টাকা এবং ভারত জুড়ে ছবির নেট কালেকশন ২১০ কোটি টাকা।

২০১৪ সালের সিনেমা 'কিক' বিশ্বব্যাপী বক্স অফিসে ৪০২ কোটির বেশি আয় করেছে। ভারতে ছবির আয় ২৩২ কোটির বেশি।

'এক থা টাইগার' ভারতীয় বক্স অফিসে ১৯৮ কোটি এবং বিশ্বব্যাপী ৩২৮ কোটি কালেকশন করেছে।

'ভরত' দেশজুড়ে ২১২ কোটি এবং বিশ্বব্যাপী ৩২২ কোটি আয় করেছে।