By Priyanka Bose
Published 29 Oct, 2023

Hindustan Times
Bangla

রোনাল্ডো, জর্জিনার পাশে বসে বক্সিং ম্যাচ দেখছেন সলমন, ভাইরাল ছবি

বক্সিংয়ের ম্যাচ দেখতে সৌদি আরবের রিয়াদে ছিলেন সলমন খান

একই ম্যাচ দেখতে প্রেমিকা  জর্জিনা রড্রিগেজকে নিয়ে হাজির হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডেো

এ দিন বক্সিং রিংয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয় টাইসন ফিউরি এবং ফ্রান্সিস এনগানুর মধ্যে

VVIP দর্শকাসনে ক্রিস্টিয়ানো এবং জর্জিনার পাশে বসেই ম্য়াচ দেখেছেন সলমন

নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে ক্রিস্টিয়ানো এবং জর্জিনার পাশে বসে সলমনের বক্সিং ম্যাচ দেখার ছবির এবং ভিডিয়ো

সমস্ত ছবি এবং ভিডিয়ো সৌজন্যে টুইটার