By Priyanka Mukherjee
Published 26 Jul, 2023

Hindustan Times
Bangla

ভাঙা বিয়ে, শারীরিক অসুস্থতা, অভিনয়কে সাময়িক বিদায়! সব ভুলে বালিতে ছুটির মেজাজে সামান্থা

ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড় সামলেও পেশাদারিত্ব অটুট রেখেছেন সামান্থা। আপতত অভিনয় কেরিয়ার থেকে সাময়িক বিরতি নিয়েছেন নায়িকা

গত বছর মায়োসাইটিস নামক  অটোইমিউন রোগে আক্রান্ত হন অভিনেত্রী, তাই আপতত স্বাস্থ্যের উপর নজর দিতে আগ্রহী

হাতের কাজ সামলে এখন ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটাচ্ছেন সামান্থা, পালটে ফেলেছেন নিজেকে

এক ঢাল লম্বা চুল ছোট করে ছেঁটে ফেলেছেন স্য়াম, নয়া লুকেও সমান মোহময়ী তিনি

দু-দিিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন লুক প্রকাশ্যে আনেন সামান্থা 

অভিনয় থেকে বিরতি নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন সামান্থা তা বলে দিচ্ছে নায়িকার এই ছবিগুলো

রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে শীঘ্রই দেখা যাবে সামান্থাকে

এই সিরিজে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সামান্থা, পাশাপাশি তেলুগু ছবি 'খুশি'তেও দেখা যাবে তাঁকে।