By Priyanka Bose
Published 29 Apr, 2023

Hindustan Times
Bangla

বিলাসবহুল জীবনযাপন, কোটি টাকার সম্পত্তির মালিক সামান্থা

দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

চলচ্চিত্রে আসার আগে মডেলিং করতেন সামান্থা।  'ইয়ে মায়া চেসাভে' ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক। এই ছবির পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক সামান্থা। একটি ছবির জন্য প্রযোজকদের কাছ থেকে ২ কোটি টাকা পর্যন্ত চার্জ করেন।

টিভি বিজ্ঞাপনের জন্য সামান্থা ৩ থেকে ৫ কোটি টাকা নেন। এছাড়াও, তিনি ইনস্টাগ্রামে পেইড পোস্টের জন্য় ২০ লাখ টাকা পর্যন্ত চার্জ করেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সামান্থার সিনেমা থেকে বার্ষিক আয় ৩ কোটি টাকার বেশি।

সিনেমা ছাড়াও, সামান্থা দুটি স্টার্টআপ পরিচালনা করেন, একটি ফ্যাশন লেবেল 'সাকি' এবং অন্যটি হল প্রি-স্কুল লার্নিং প্ল্যাটফর্ম 'একম'। এ ছাড়া তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানও খুলেছেন, যেটি দরিদ্র শিশুদের শিক্ষার উপর জোর দেয়।

হায়দরাবাদের জুবিলি হিলের আন্নাপূর্ণা স্টুডিওতে সামান্থার একটি বড় বাড়িও রয়েছে। এর পাশাপাশি মুম্বাইয়ে ১৫ কোটি টাকার বাংলোও কিনেছেন তিনি।

সামান্থা দামি গাড়িরও শখ রয়েছে। তাঁর গাড়ির কালেকশনের মধ্যে রয়েছে ৭৬ লাখ টাকা মূল্যের BMW ৩ সিরিজ, ২.২ কোটি টাকার ল্যান্ড রোভার, BMW X5 এবং জ্যাগুয়ার XFR।