By Priyanka Bose
Published 13 Sep, 2023

Hindustan Times
Bangla

নখ দেখেই নাকি বোঝা যায় জীবন কেমন হবে, কারা থাকবেন কষ্টে

সামুদ্রিক শাস্ত্রে, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের গঠনের মাধ্যমে একজন ব্যক্তির ভবিষ্যত জীবন সম্পর্কে অনেক কিছু জানা যায়। একই জিনিস নখের গঠনের ক্ষেত্রেও প্রযোজ্য।

সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে, যাঁদের নখ লম্বা, তাঁরা সৃজনশীলতা ও কল্পনাশক্তিতে পরিপূর্ণ। এই ধরনের লোকেরা তাঁদের সৃজনশীল কাজের জেরে অনেক নাম অর্জন করে। উৎসাহ এবং আনন্দের সঙ্গে মস্ত কাজ করে থাকেন এঁরা।

সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে, যাঁদের নখ গোলাকার বা ডিম্বাকৃতির হয়, এই ধরনের ব্যক্তিদের স্বভাব বন্ধুত্বপূর্ণ বলে মনে করা হয়। এমন নখের আকৃতি লোকেরা তাঁদের পছন্দনীয় এবং মনোরম আচরণ দিয়ে দ্রুত অন্য মানুষকে নিজের করে নেন। এই ব্যক্তিদের কথা অন্যদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

বিশ্বাস করা হয় যে চওড়া নখের লোকেরা চালাক হন। এঁরা সমস্ত কাজ চিন্তাভাবনা করে তারপরে করেন। যার কারণে তাঁরা তাঁদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হন।

 হলুদ নখ থাকলে, তা শুভ বলে মনে করা হয় না। বলা হয়ে থাকে যে হলুদ নখ থাকলে দারিদ্র্যের সম্মুখীন হতে পারে। হলুদ নখের লোকেরা তাঁদের জীবনের বেশিরভাগ সময় দারিদ্র্যের মধ্যে কাটায়।

যে সব ব্যক্তিদের নখ আঁকাবাঁকা হয়, তাঁদের জীবন দুর্দশায় কাটে। কিন্তু এই ব্যক্তিরা স্বভাবে সাহসী হয়ে থাকেন।

সাধারণ তথ্যের উপর ভিত্তি করে এই খবর। যে কোনও ধরনের বিশেষ তথ্যের জন্য উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ নিন।