Hindustan Times
Bangla

এই উপায় সেরা, ত্বকের ২০ বছরের পুরনো দাগ তুলে দিতে পারে চন্দন গুঁড়ো!

প্রাচীনকাল থেকেই সৌন্দর্য এবং ত্বকের যত্নে চন্দন কাঠের গুঁড়ো ব্যবহার হয়ে আসছে। 

এটি কেবল ত্বকের উন্নতিতে সাহায্য করে না বরং ব্রণ, বলিরেখা এবং ট্যানিংয়ের মতো সমস্যাও দূর করে। 

এক চামচ চন্দন কাঠের গুঁড়োর সঙ্গে দুই চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। 

এই পেস্টটি মুখে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন এবং তারপর ধুয়ে ফেলুন। 

এই ফেসপ্যাক ত্বককে ঠান্ডা করে এবং দাগ কমাতে সাহায্য করে।

চন্দনের তেল ত্বকের জন্য খুবই উপকারি। 

এটি ত্বককে হাইড্রেট করতে, দাগ দূর করতে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। 

আপনি সরাসরি ত্বকে চন্দন তেল লাগাতে পারেন। 

এর পাশাপাশি আপনার পছন্দের ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন।