Hindustan Times
Bangla

ছোটবেলার কেমন দেখতে ছিলেন সঞ্জয় দত্তের মা নার্গিস, রইল সেরা দুর্লভ ছবি

পঞ্চাশ থেকে ষাটের দশকের হিন্দি ছবির জগতের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস দত্ত

১৯৩৫ সালে মুক্তি প্রাপ্ত 'তালাক-ই-হক' ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে বলিউডে ডেবিউ করেন তিনি

শিশুশিল্পী হিসেবে বলিউডে ডেবিউ করেন, সেখান থেকে তাঁর নাম রাখা হয় বেবি নার্গিস

মাত্র ২৮ বছর বয়সে 'মাদার ইন্ডিয়া' ছবিতে রাধার চরিত্রে অভিনয়ের জন্য অস্কারের জন্য মনোনীত হন নার্গিস

শোনা যায়, 'মাদার ইন্ডিয়া'র শ্যুটিং চলাকালীন অভিনেতা সুনীল দত্তের প্রেমে পড়েন নার্গিস

একবার সেটে আগুন লেগেছিল, সেই সময় সুনীল দত্ত অভিনেত্রীর জীবন বাঁচিয়েছিলেন, এরপরই পরস্পরের কাছাকাছি আসেন তাঁরা

একাধিক রিপোর্ট অনুযায়ী, সুনীল দত্তের আগে নাকি বিবাহিত রাজ কাপুরের সঙ্গে ডেটিং করেছেন অভিনেত্রী। সে কারণে নিজেকে দূরে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন রাজ কাপুরের থেকে

'দ্য ট্রু লাভ স্টোরি অফ নার্গিস অ্যান্ড সুনীল দত্ত' বইতে অভিনেত্রী জানিয়েছেন, রাজ কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর একবার আত্মহত্যার কথা মাথায় এসেছিল নার্গিসের

'রাত অউর দিন' (১৯৬৭) ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

অভিনেত্রীকে সম্মান জানাতে জাতীয় সংহতি বিষয়ক সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কারটিকে নার্গিস দত্ত পুরস্কার বলা হয়

ছেলে সঞ্জয় দত্তের প্রথম ছবি 'রকি' মুক্তির তিন মাস আগে মারা যান নার্গিস। ১৯৮১ সালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে অগ্ন্যাশয়ের ক্যানসারে মারা যান অভিনেত্রী।