By Priyanka Mukherjee
Published 1 Sep, 2023

Hindustan Times
Bangla

বাদ 'সুহানা' সম্পূর্ণা, বাংলা মিডিয়াম-এ এন্ট্রি নিল আলতা ফড়িং খ্যাত অভিনেত্রী!

বাংলা মিডিয়ামের সফর শেষ অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর, সে-কথা আগেই জানিয়েছি

এবার স্টার জলসার এই মেগা নিয়ে হাতে এল নতুন তথ্য, সিরিয়ালে এন্ট্রি নতুন অভিনেত্রীর

সম্পূর্ণার পরিবর্ত হিসাবে নতুন সুহানা আসবে নাকি এই চরিত্র অকালেই শেষ হবে তা স্পষ্ট নয়

কিন্তু আলতা ফড়িং খ্যাত শাঁওলি চট্টোপাধ্যায়কে এবার দেখা যাবে এই মেগায়

ইন্দিরার গ্রামের মেয়ে মিনতির চরিত্রে অভিনয় করবেন শাঁওলি। সুতরাং গল্পে আসছে বড় টুইস্ট

আলতা ফড়িং চলাকালীনই সাত পাকে বাঁধা পড়েন শাঁওলি, সদ্যই নিখোঁজ ওয়েব সিরিজে নজর কেড়েছেন তিনি

ফড়িং-এর মা-কে নতুন ভূমিকায় দেখতে উৎসাহী দর্শক।