Hindustan Times
Bangla

কানে ডেবিউ সারা আর এশার: কে কাকে টেক্কা দিলেন?

আইভরি লেহেঙ্গায় কানের রেড কার্পেটে হাঁটলেন সারা আলি খান প্রথমবার। ম্যাচিং ব্লাউজ। সঙ্গে লম্বা ট্রেল-সহ দুপাট্টা। 

সারা বেছে নিয়েছিলেন আবু জানি আর দীপক খোসলার ডিজাইন। 

অ্যাকসেসরিজ হিসেবে ছিল ম্যাচিং কানের দুল আর ব্রেসলেট।

রেড কার্পেটে ব্রুট ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় নিজস্ব ঢঙে হাত জোড় করে 'হ্যালো অ্যান্ড নমস্তে' বলেন সইফ-কন্যা।

কানে প্রথমবার ভারতীয় অভিনেত্রী এশা গুপ্তাও। 

সারা-র মতো ভারতীয় লুক নয়, বরং এশার পোশাকে পাশ্চাত্যের ছোঁয়া। বাছলেন হাই স্লিট সাদা গাউন। আর গাউনের উপরের দিকে রয়েছে কলার, যাতে সূক্ষ্ম লেসের কাজ। 

এশার এই গাউনটি ডিজাইন করেছেন নিকোলাস জেব্রান। গয়না হিসেবে এশা বেছে নেন হিরের আংটি আর কানের দুল।