By Priyanka Bose
Published 2 Jun, 2023

Hindustan Times
Bangla

জনপথে দর-দাম করে শপিং সারার, কানের দুল পছন্দ করে দিলেন ভিকি

'জারা হটকে জারা বাঁচকে' ছবির চুটিয়ে প্রচার করছেন অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী সারা আলি খান

কখনও কলকাতার রাজপথে, কখনও ‘দ্য কপিল শর্মা শো'তে আবার কখনও দিল্লির রাজপথে প্রচার সারতে দেখা গিয়েছে এই দুই তারকাকে

ছবির প্রচার করতে দিল্লির জনপথে রাস্তার ধারে এক জনপ্রিয় জুয়েলারির দোকানে গিয়ে শপিং করেছেন সারা, সঙ্গ দিয়েছেন ভিকিও

রাজপথের ধারে দুই বলিউড তারকাকে শপিং করতে দেখে ছেঁকে ধরেছিলেন ভক্তরা। সেলফি নেওয়ার আবদার করেছেন অনেকেই

দোকানির সঙ্গে মন খুলে দর-দাম করে শপিং করেছেন সারা

সারা-ভিকির জনপথে ছবির প্রচার এবং শপিংয়ের ছবি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়