By Priyanka Bose
Published May 10, 2023
Hindustan Times
Bangla
এবার কেদারনাথের মন্দিরে একা সারা! ‘সুশান্তের কথা বড্ড মনে পড়ছে’, বলছেন ভক্তরা
উত্তরাখণ্ডের কেদারনাথের মন্দির ট্রেক করলেন অভিনেত্রী সারা আলি খান
মন্দিরের সামনে দাঁড়িয়ে একগুচ্ছ ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন সারা
সারার পায়ের তলায় সরষে ফুল, ঘুরে বেড়াতে দারুণ ভালোবাসেন তিনি
সারার প্রথম ছবি 'কেদারনাথ'। এই ছবির শ্যুটিংও কেদারনাথের বিভিন্ন লোকেশনে এবং মন্দিরের সামনে হয়েছিল।
'কেদারনাথ' ছবি থেকেই বলিউডে ডেবিউ, এর আগে কখনও ক্যামেরার মুখোমুখি হননি অভিনেত্রী।
তাই কেদারনাথ মন্দিরের সামনে ফের একবার আসতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নায়িকা
সারা লিখেছেন, 'খুব কম লোকই এখানে আসতে পারে। আমি যথেষ্ট ভাগ্যবান এখানে ফিরে এসে ধন্যবাদ জানাতে পেরে'।
অভিনেত্রীর পোস্টে এক নেটিজেনের মন্তব্য, সুশান্তের কথা বড্ড মনে পড়ছে'।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন