Hindustan Times
Bangla

সইফ-অমৃতা কন্যা ব্যক্তিগত জীবনে ভীষণভাবেই আধ্যাত্মিক, বিশেষ করে সারা আলি খান শিবভক্ত বলেই জানা যায়।

২০২৫-এ শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিং মন্দির দর্শনের মাধ্যমে নিজের নতুন বছর শুরু করেন সারা।

শিব মন্দির দর্শনের ছবি পোস্ট করে সারা ক্যাপশানে লিখেছেন, ‘বছরের প্রথম সোমবার, জয় ভোলেনাথ।’

সারার এই পোস্টে বহু নেটিজেন 'হর হর মহাদেব' ক্যাপশান জুড়ে দিয়েছেন।

মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দির হল দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীশৈলমে অবস্থিত, এটা একটি শিবমন্দির।

গত বছর, 'শিবভক্ত' সারা আলি খানকে একাধিক বার কেদারনাথ দর্শনে যেতে দেখা দিয়েছে।

কখনও মা ও ভাইকে নিয়ে কাশ্মীর ভ্রমণে গিয়ে কেদারনাথে ঘুরে এসেছেন, কখনও আবার কাছের বন্ধুর সঙ্গে কেদারনাথে পৌঁছে গিয়েছেন সারা।