By Priyanka Bose
Published 21 Mar, 2023

Hindustan Times
Bangla

ভ্যাপসা গরম পড়েছে, ট্রাই করতে পারেন সারা আলি খানের মতো এই ধরণের পোশাকে ফ্য়াশন

সম্প্রতি আইভরি রঙের আউটফিটে নতুন ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সারা আলি খান

সরু ফিতের টপের সঙ্গে পালাজো প্যান্ট পরে ধরা দিয়েছেন সারা আলি

গরমে যদি হালকা পোশাক পরে ফ্য়াশন করতে চান, অবশ্যই ট্রাই করতে পারেন সারার মতো এই লুক

ক্যাজুয়াল আউটফিটের সঙ্গে কানে গোল রিং, খুব স্বল্প মেপআপ, চুলটা উঁচু করে টেনে বেঁধেছেন সারা

যে কোনও লং আউটিং, কিংবা সারা দিনের কোনও কাজে সারার মতো এই লুক ট্রাই করতেই পারেন

সারার এই লুক সম্পর্কে আপনাদের কী মতামত?