By Priyanka Bose
Published 4 Jun, 2023

Hindustan Times
Bangla

এথেনিক ফ্যাশনে এমনিই সেরা সারা, এবার সাদা আনারকলি স্যুটে আরও গ্ল্যামারাস তিনি

সদ্য মুক্তি পেয়েছে সারা আলি খান এবং ভিকি কৌশল অভিনীত ছবি 'জারা হটকে জারা বাঁচকে'। সাদা আনারকলি স্যুটে ছবি শেয়ার করে সিনেমার সফলতা উদযাপনে যেন মেতে উঠেছেন অভিনেত্রী।

সাদা আনারকলি স্যুটে গ্ল্যাম ডিভা সারা। এই পোশাকে ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'জারা হটকে জারা বাঁচকের প্রতি ভালোবাসা দেখে আপ্লুত'

এই পোশাকের সারাকে ফুরফুরে মেজাজে হাত তুলে নাচতে দেখা গিয়েছে

পরিচালক লক্ষ্মণ উতরেকরের ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’ প্রথম দিনে দেশজুড়ে ৫.৪৯ কোটি টাকার ব্যবসা করেছে।

দুর্দান্ত বিজনেস স্ট্রাটেজিতে ভর দিতেই সকলকে অবাক করে দিল ‘জারা হটকে জারা বাঁচকে’। 

এই ছবির প্রচারে এক ইঞ্চিও জমি ছাড়েননি পর্দার কপ্পু আর সৌম্যা, অর্থাৎ ভিকি-সারা। দেশের একাধিক শহরে ছুটেছেন, রিয়ালিটি শো-এর মঞ্চে হাজির হয়েছেন।

লক্ষ্মণ উতরেকরের এই ছবিতেই প্রথমবার রুপোলি পর্দায় জুটি হিসাবে ধরা দিলেন সারা-ভিকি।

ইন্দোরের এক কমবয়সী দম্পতির চরিত্রে ছবিতে দেখআ গিয়েছে ভিকি এবং সারাকে।