এথেনিক ফ্যাশনে এমনিই সেরা সারা, এবার সাদা আনারকলি স্যুটে আরও গ্ল্যামারাস তিনি
সদ্য মুক্তি পেয়েছে সারা আলি খান এবং ভিকি কৌশল অভিনীত ছবি 'জারা হটকে জারা বাঁচকে'। সাদা আনারকলি স্যুটে ছবি শেয়ার করে সিনেমার সফলতা উদযাপনে যেন মেতে উঠেছেন অভিনেত্রী।
সাদা আনারকলি স্যুটে গ্ল্যাম ডিভা সারা। এই পোশাকে ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'জারা হটকে জারা বাঁচকের প্রতি ভালোবাসা দেখে আপ্লুত'
এই পোশাকের সারাকে ফুরফুরে মেজাজে হাত তুলে নাচতে দেখা গিয়েছে
পরিচালক লক্ষ্মণ উতরেকরের ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’ প্রথম দিনে দেশজুড়ে ৫.৪৯ কোটি টাকার ব্যবসা করেছে।