By Priyanka Bose
Published Mar 16, 2023
Hindustan Times
Bangla
এ যেন স্বপ্নের মধ্যে বাঁচা, জীবনের অন্যতম সেরা মুহূর্তগুলি মানালিতে কাটাচ্ছেন অভিনেত্রী সারা আলি খান
পাহাড়ের কোলে নিজের মতো করে সময় কাটাচ্ছেন সারা
গায়ে গরম পোশাক, চোখে রোদচশমা, পাহাড়ে ঘুরে বেড়ানোর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী
ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'আমি এবং আমার মন মানলিতে'
দিন কয়েক আগেই হিমাচলপ্রদেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী, এর আগে স্পিতি ভ্যালি থেকে মনোমুগ্ধকর ছবি শেয়ার করেছিলেন
সারার পায়ের তলায় সরষে ফুল, সময় পেলেই ব্যাগ কাঁধে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী
মানালিতে পাহাড়ের উপর বিজলি মহাদেব মন্দির থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সারা
অভিনেত্রীর সাম্প্রতিক ছবি দেখলে যে কারও মন পাহাড়ের দিকে ছুটে যেতে চাইবে
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন