Hindustan Times
Bangla

অভিনেত্রী মা অমৃতা সিংকে ৬৫ বছরের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন সারা

মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সারা লেখেন, 'তুমি আমার পৃথিবী, অনুপ্রেরণা'

অভিনেতা সইফ আলি খান এবং অমৃতা সিং-এর দুই ছেলেমেয়ে সারা এবং ইব্রাহিম

সইফের সঙ্গে বিচ্ছেদের পর দুই ছেলেমেয়েকে নিজেই মানুষ করেছেন অমৃতা

মায়ের খুব কাছের সারা, অনেকেই অমৃতার অল্প বয়সের ছবির সঙ্গে সারার মুখের মিল খুঁজে পান

বর্তমানে অভিনয় জগত থেকে দূরে অমৃতা, দুই ছেলমেয়ের সঙ্গে প্রায়শই বেড়াতে যেতে দেখা যায় তাঁকে

বিবাহবিচ্ছেদের পর দুই ছেলেমেয়ের মধ্যেই জীবনের সমস্ত সুখ খুঁজে নিয়েছেন অমৃতা