জামনগরে দেখা মিলল 'অঞ্জলি-টিনা'র, রানির সঙ্গে ফ্য়ান গার্ল মোমেন্ট শেয়ার করলেন সারা
আম্বানিদের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে বাবা সচিন এবং মা অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে হাজির হয়েছেন সারা। জামনগর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সচিন-কন্যা।
জামনগরে বিয়ে বাড়িতে রানি মুখোপাধ্য়ায়ের সঙ্গে দেখা হয় সারার। রানির সঙ্গে 'ফ্য়ান গার্ল' মোমেন্ট সেলফি শেয়ার করেছেন সচিন কন্যা। জানিয়েছেন, 'সবসময় আমার পছন্দের'।
এ দিন অঞ্জলি আর রানির একটি ছবি শেয়ার করে 'কুচ কুচ হোতা হ্যায়'র অঞ্জলি-টিনার কথা মনে করিয়ে দেন সারা।
অনুষ্ঠানের তৃতীয় দিনে লাল লেহেঙ্গায় ঝলমল করছিলেন সারা। সেই একাধিক ছবিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান টানা তিন দিন ধরে চলল গুজরাটের জামনগরে।
১ মার্চ থেকে গুজরাটের জামনগরে শুরু হয়েছে রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠান। শেষ হবে ৩ মার্চ। তাঁদের এই অনুষ্ঠানে দেশে, বিদেশের বহু শিল্পী, তারকারা এসেছেন।