২৪-এ পা দিল অর্জুন, ভাইয়ের জন্মদিনে ছোটবেলার গল্প শোনালেন সারা
১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সচিন তেন্ডুলকর পুত্র অর্জুন তেন্ডুলকর। আজ ২৪-এ পা দিয়েছেন অর্জুন।
ভাইয়ের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু শৈশবের অদেখা ছবি শেয়ার করেছেন সারা তেন্ডুলকর।
ছোটবেলার ছবিতে দুই ভাইবোনকে খুব মিষ্টি দেখাচ্ছে
ছবিগুলি শেয়ার করে পোস্টের ক্যাপশনে সারা লিখেছেন, 'ছোট ভাইয়ের ২৪ তারিখে ২৪ বছর বয়স হয়েছে। তোমাকে জন্মদিনের জন্য প্রাণভরে শুভেচ্ছা. সবসময় দিদি তোমার সঙ্গে রয়েছে'।
খেলার জার্সি গায়ে মাঠের স্ক্রিনে অর্জুনের ছবিও শেয়ার করেছেন সারা
এই ছবিতে ছোট্ট সারাকে ভাইয়ের পাশে বেশ মিষ্টি দেখাচ্ছে