২০৩০ ও ২০৩৪ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে কোথায়?
২০৩০ বিশ্বকাপ হবে ৬ দেশে, ২০৩৪ বিশ্বকাপ ফুটবল সৌদি আরবে
২০৩৪ বিশ্বকাপের আয়োজক নিয়ে ফুটবল–বিশ্বে আলোচনা–সমালোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই।
২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ নির্ধারণ নিয়ে অবশ্য সমস্যা হয়নি।
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে অভিনব সিদ্ধান্ত নিল বিশ্ব ফুটবলের আয়োজক সংস্থা।
১৫টি স্টেডিয়ামে ১০৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়েছে সৌদি আরব।
তিন মহাদেশে, ছয় দেশ মিলিয়ে খেলা হবে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ। যা জেনে বিস্মিত ফুটবলপ্রেমীরা।
আগে কখনও তিন মহাদেশ মিলিয়ে ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়নি।
২০৩০ সালের বিশ্বকাপ স্পেন, পর্তুগাল ও মরক্কোয় যুগ্মভাবে আয়োজিত হবে। সেই সঙ্গে একটি করে ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ
২০৩০ বিশ্বকাপে মূল আয়োজক হিসেবে থাকবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে টুর্নামেন্টের শুরুতে একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।
দুই আসরের ৭ আয়োজকের মধ্যে সৌদি আরব, পর্তুগাল, মরক্কো ও প্যারাগুয়ে আগে কখনো বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেনি।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আসর বসছে কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই মুকুট ধরে রাখার লড়াই নামবেন লিওনেল মেসিরা।