Hindustan Times
Bangla

শ্রাবণে এই ৫ গাছ বাড়িতে লাগালে মেলে মহাদেবের বিশেষ কৃপা! রইল তালিকা

শ্রাবণে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে বহু উপায় অনেকেই অবলম্বন করেন। তবে তারই মধ্যে বেশ কিছু গাছ এমন রয়েছে, যা বাড়িতে লাগালে দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ হয়। দেখে নেওয়া যাক সেই গাছগুলি।

শমি- শাস্ত্রে বলা হচ্ছে, বাড়িতে শমি গাছের চারা লাগালে তা খুবই শুভ ফল দিয়ে থাকে। শ্রাবণে এই গাছের চারা লাগালে, বা বাড়িতে চারা দেখলে বুঝবেন শিবের কৃপা পাচ্ছেন।

বেল গাছ- শিবের অতিপ্রিয় গাছ হল বেল গাছ। আর এই গাছ লাগালে শিবের কৃপা মেলে সহজেই। ফলে তাতে আসে বিশেষ আশীর্বাদ।

ধুতরো- শিবের বিশেষ কৃপা ধন্য হল ধুতরো গাছ। শিবের পুজোয় লাগে এই ধুতরো ফল। আর শ্রাবণে এই গাছ বাড়িতে লাগালে তা খুবই শুভ বলে মনে করা হয়।  

কলা- কলা গাছকে শুভ মনে করা হয়। বিষ্ণুর কৃপাধন্য বলে এই গাছকে মনে করা হয়। তবে এই গাছ শিবেরও কৃপাধন্য।

শিউলি- শ্রাবণে শিউলি গাছ লাগালে তা খুবই শুভ ফল দেয়। তবে দেবাদিদেব মহাদেবের কৃপা এই গাছ লাগালে মেলে বলে দাবি করেন শাস্ত্রজ্ঞরা।