Hindustan Times
Bangla

শ্রাবণ মাসের সোমবার শিবের আরাধনায় বেশ কিছু বিশেষ সামগ্রীর প্রয়োজন হয়। 

তবে মন্দির ছাড়াও বাড়িতেও এই পুজো নিষ্ঠা ভরে করা হয়। সেক্ষেত্রে শিবলিঙ্গ কীভাবে স্থাপন করবেন জেনে নিন।

বলা হয়, হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠর থেকে বড় শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করতে নেই।

শিবপুরাণ অনুসারে ঘরে একের বেশি শিবলিঙ্গ রাখা ঠিক নয়।

শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করে থাকলে, সেখানে রোজ নিয়ম মেনে পুজো করা কাম্য। 

যদি শিবলিঙ্গ সোনা, রুপো বা তামার হয়, তাহলে অবশ্যই তাতে একটি ধাতব নাগ রেখে দিতে হবে।

বলা হয়, সবচেয়ে শুভ হল পারদের শিবলিঙ্গ।

শিবলিঙ্গ যেন পরিচ্ছন্ন থাকে, সেদিকে দিতে হবে নজর। এছাড়াও তাতে রোজ করতে হবে জলাভিষেক।

শিবলিঙ্গ কখনওই হল বা বেডরুমে রাখবেন না। এতে সমস্যা বাড়তে পারে। 

বাড়িতে শিবলিঙ্গ কেবলমাত্র পুজোর বেদীতে রাখাই প্রয়োজনীয়।

শিবলিঙ্গ একা না রেখে  সেখানে শিবের গোটা পরিবারের সঙ্গে ছবিও পুজো করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।

শিবলিঙ্গের রোজ স্নান আবশ্যিক। সেখানে কেতকী ফুল , তুলসী বা সিঁদুর দেওয়া কখনওই উচিত নয়।