By Sritama Mitra
Published Jan 20, 2023

Hindustan Times
Bangla

দেশের নতুন সংসদভবনের ভিতরের ছবি এল প্রকাশ্যে, রইল কিছু ঝলক

চলতি বছরের মার্চ মাসেই নয়া সংসদভবনের উদ্বোধন হতে পারে বলে খবর।

রাইসিনা হিলস থেকে নয়া সংসদভবন 'সেন্ট্রাল ভিস্তা' পুনঃ উন্নয়নের অংশ এই ভবন।

এই ভবন নির্মাণের বরাত পেয়েছে টাটা প্রজেক্টস লিমিটেড। 

নয়া সংসদভবনে রয়েছে একাধিক কমিটি কক্ষ, বড় হল, লাইব্রেরি, গাড়ি রাখার বড় জায়গা।

অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা থাকবে নয়া এই সংসদভবনে।

২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংসদভবনের ভিত্তিপ্রস্তর  স্থাপন করেন।