Hindustan Times
Bangla

হোলি শায়ারি পাঠিয়ে রঙিন শুভেচ্ছা জানান সবাইকে। 

হোলি শায়ারি পাঠিয়ে রঙিন শুভেচ্ছা জানান সবাইকে। 

রঙে ভরা হোলি এসে গিয়েছে, সঙ্গে করে নিয়ে আসছে আনন্দের উপহার।

আমরা সবাইকে বন্ধুত্বের রঙে রাঙিয়ে তুলব, আসুন একসঙ্গে হোলি উদযাপন করি।

আবিরের রং, বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা, মিষ্টির মিষ্টতা, গুজিয়ার সুবাস, প্রিয়জনের সাহচর্য, হোলিতে বন্ধুত্বের নতুন রং।

হোলি এলো, আনন্দ নিয়ে এলো এবং সঙ্গে নিয়ে এলো সুখ।

আমরা রং লাগানোর পর একে অপরকে জড়িয়ে ধরব এবং সমস্ত অভিযোগ ভুলে একসঙ্গে হাঁটব।

বন্ধুত্বের মজা আর রঙের উত্তেজনা, আমরা হোলির দিনে আমাদের সমস্ত হৃদয় দিয়ে নাচবো।