By Tulika Samadder
Published 4 Sep, 2023

Hindustan Times
Bangla

সেপ্টেম্বরে জন্ম? এই গুণের কারণে আপনি ভালো নেতা হতে পারবেন

 মানুষের স্বভাব ও চরিত্রের উপর তাঁর জন্ম মাসের প্রভাব লক্ষ করা যায়। জ্যোতিষ অনুসারে সেপ্টেম্বর মাসে জন্ম হলে জাতক/জাতিকাদের রাশি হয় কন্যা অথবা তুলা। 

ন্যাশনাল ব্যুরো অফ ইকনমিক রিসার্চের এক সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁদের সেপ্টেম্বরে জন্ম, তাঁরা অল্প বয়স থেকেই সাফল্যের স্বাদ পান। পড়াশোনায় ভালো হন। হাতের কাজেও দক্ষতা সমবয়সীদের থেকে বেশি থাকে। 

সেপ্টেম্বরে যাদের জন্ম তাঁরা দীর্ঘায়ু হন। মন নরম। মানুষের বিপদে তাঁদের পাশে দাঁড়াতে পছন্দ করেন সবসময়। 

এরা গভীরভাবে চিন্তাভাবনা করে যে কোনও বিষয় নিয়ে। তাই এদের মধ্যে সৃজনশীল মনোভাবের ছাপ পাওয়া যায়। 

খেলাধুলোর প্রতি আগ্রহ থাকে। নিয়মানুবর্তিতা এদের জীবনের অন্যতম লক্ষ্য। কাজের জায়গাতেও এরা খুব জনপ্রিয় হন। তবে, বিশ্বাসভঙ্গ পছন্দ করেন না একেবারে। 

বিচার-বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনও সমস্যা থেকে সহজে বেরিয়ে আসেন। পরিবারের বড়দের প্রতি খুব শ্রদ্ধাশীল হন সেপ্টেম্বরে জন্ম হওয়া মানুষেরা।