হিন্দু ধর্মে সকল দেব-দেবীর জন্য বিভিন্ন মন্ত্র নির্ধারণ করা হয়েছে, যা উচ্চারণ করলে দেব-দেবীরা খুশি হন এবং আশীর্বাদ করেন।
বেঁকানো সুঁড় বিশিষ্ট, বিশাল শরীর, কোটি কোটি সূর্যের সমান তেজ। হে প্রভু আমার কাজে যেন কখনও বাধা না আসে।
তৈরি হয়েছে ১২ টি টানেল, সেবক-রংপো রেল প্রজেক্ট কতদূর এগোল?
সোজা ট্রেনের পথে সিকিম। আপ সেই স্বপ্নকে বাস্তব করতে সেবক রংপো রেল প্রজেক্টের গুরুত্ব রয়েছে।
সেবক-রংপো প্রজেক্টের মধ্যে রয়েছে ১৪টি টানেল। এখনও পর্যন্ত ১২ টি টানেল তৈরি হয়েছে বলে খবর। টানেলের দৈর্ঘ্য ৩৯ কিলোমিটার।
এই রেল প্রজেক্টের জন্য বরাদ্দ রয়েছে ১২ হাজার ১৩২ কোটি টাকা। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত প্রকল্পে খরচ হয়েছে ৭ হাজার ৩২ কোটি টাকা।
তবে বেশ কিছু ফ্যাক্টর এই প্রকল্পে বাধ সাধছে। তার মধ্যে একটি হচ্ছে আবহাওয়া। যাতে জমি সংক্রান্ত সমস্যা দ্রুত মিটমাট হয় ও জঙ্গল দ্রুত পরিষ্কার করা হয়, সেদিকে নজর রাখছে রেল।
জানা যাচ্ছে, চিন সীমান্তে নাথুলা পর্যন্ত এভাবেই ধাপে ধাপে রেলপথ নির্মাণ করা হবে। যাতে সেনার জওয়ানরা ও তাঁদের রসদও সীমান্তে পৌঁছে যেতে পারে সহজে। এছাড়াও পর্যটনের দিক থেকেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ।
এছাড়াও চ্যালেঞ্জ রয়েছে আরও একটি। জানা যাচ্ছে, হিমালয়ের যে অংশের ওপর দিয়ে ওই রেললাইন যাচ্ছে, সেখানে বিভিন্ন জায়গায় ভৌগলিক অবস্থা বদলাতে থাকে। ফলে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে রেলকে।