By Sanket Dhar
Published 8 Nov, 2023

Hindustan Times
Bangla

পুরুষালি শক্তি বাড়িয়ে দেয় কয়েকগুণ! এই বিশেষ জল খেলেই মিলবে উপকার

সুস্থ যৌনজীবন ও সন্তানধারণের জন্য যৌনশক্তি খুবই গুরুত্বপূর্ণ।

তবে আধুনিক জীবনে বাড়ছে স্ট্রেস। তার প্রভাব পড়ছে যৌনশক্তিতে‌।

সেই প্রভাবের কারণেই কমছে যৌনশক্তি। যৌনজীবনে বাড়ছে সমস্যা।

এই সমস্যা কমাতে পারে একটি বিশেষ জল। তা হল ডাবের জল।

ডাবের জলের মধ্যে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফরাস ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।  এই উপাদানগুলি একদিকে স্ট্রেস কমায়।

অন্যদিকে যৌনশক্তি বাড়াতে সাহায্য করে। তাই রোজকার ডায়েটে ডাবের জল রাখলে দারুণ উপকার পাবেন।